স্পোর্টস ডেস্ক:: চীপকে টেস্টের তৃতীয় দিন থেকেই আলোচনায় সাকিবের ইনজুরি ইস্যু। ধারাভাষ্য কক্ষে মুরালি কার্তিক-তামিম ইকবালরা এ নিয়ে কথা বলেছেন। দিনবর আলোচনা হয়েছে বেশ। আঙুলের চোট নিয়ে সাকিব কেন একাদশে এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
তবে দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ স্পষ্ট জানিয়েছেন, সাকিব আল হাসানের আঙুলে কোনো চোট নেই। ব্যাটিং কোচ ডেবিড হ্যাম্পকে সংবাদ সম্মেলনে সাকিবের ইনজুরি ইস্যু নিয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। জবাবে তিনি জানিয়েছেন, তেমন কিছু নয়।
সংবাদ সম্মেলনে ইনজুরি নিয়ে এক প্রশ্নে হ্যাম্প দুই শব্দের সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘মোটেই না।’
এর আগে প্রথম সেশনের সময় মুরালি ধারাভাষ্যে বলেছিলেন, ‘সাকিবের বাম হাতের তর্জনীতে একটা সার্জারি করা আছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। কোনো নড়াচড়া বা নমনীয়তা নেই। সে আঙুলে ভালো অনুভব করতে পারছে না।’
ব্যাটিং কোচকে সায় দিয়ে সাকিবের ইনজুরি প্রশ্নে সংবাদ সম্মেলন শেষে দলের সঙ্গে থাকা সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সাংবাদিকদের বলেন‘মুরালি তো আমাদের টিমের কেউ না। দুই দিন আগে সে ৭০ ওভার বল করে আসছে, ইনজুরি থাকলে এটা কি সম্ভব? আজকে সে বোলিং করছে, ফিল্ডিং করছে, ব্যাটিং করছে, সব করতেছে। শতভাগ ফিট। না হলে খেলে কীভাবে? কোনো সমস্যা নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০