নিজস্ব প্রতিবেদকঃ ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। তবে সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণির সাথে এবাদত হোসেনের পেসে বিপাকে পড়েছে সফরকারীরা। দলীয় ৫৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে ফেলেছে ইংলিশরা। অথচ ৫৪ রানে প্রথম উইকেট হারায় দলটি।
দারুণ শুরু পাওয়া ইংল্যান্ড দলের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। নবম ওভারের শেষ বলে আক্রমণাত্বক হওয়া ফিল সল্টকে কাভারে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি করেন। ৫৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে সল্ট ফিরেন ২৫ বলে ৭ বাউন্ডারিতে ৩৫ রান করে।
পরের ওভারেই সদ্য উইকেটে আসা ডেভিড মালানকে ফেরান এবাদত। ওভারের পঞ্চমে এবাদতের বলে সেই মাহমুদউল্লাহর হাতেই মিড অনে ক্যাচ তুলে দেন মালান, ফিরে যান ডাক মেরে। পরের ওভার, অর্থাৎ ১১তম ওভারের প্রথম বলেই জেসন রয়কে বোল্ডআউট করেন সাকিব। সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৩৩ বলে ৩ বাউন্ডারিতে ১৯ রান করেন আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো জেসন।
এক রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া ইংল্যান্ড দল এরপর ব্যাটিংয়ে দিয়েছে চমক। ব্যাটিং অর্ডারে উন্নতি করে স্যাম কারানকে পাঁচে নামিয়েছে ইংলিশরা। মূলত টানা উইকেট পড়ছে দেখে অধিনায়ক জস বাটলার ও অভিজ্ঞ মঈন আলি নামেননি। তাদের গুরুত্বপূর্ণ দুই উইকেট বাঁচিয়ে কারানের মতো বোলিং অলরাউন্ডারকে বিপর্যয় সামাল দিতে পাঠিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
সেই কারান ও জেমস ভিন্স এখন হাল ধরেছেন ইংল্যান্ড দলের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড দলের সবশেষ সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান। স্যাম কারান ১১ ও জেমস ভিন্স ৩ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post