স্পোর্টস ডেস্কঃ জমে ওঠার পথে থাকা রহমানউল্লাহ গুরবাজ ও হাশমাতউল্লাহ শহিদীর জুটি ভাঙলেন মেহেদি হাসান মিরাজ। আফগানিস্তান অধিনায়ক বড় শট খেলতে গিয়ে দিয়েছেন উইকেট। ২৯ রানের জুটি গড়ার পর শহিদী উইকেট দিয়েছেন মিরাজকে।
২৫তম ওভারের চতুর্থ বলে মিরাজকে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। তাওহিদ হৃদয় সেই ক্যাচটা লুফে নিতেই পতন ঘটে আফগানদের তৃতীয় উইকেটের। এর আগে দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। সাকিবের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বলে সুইপ করেন ইব্রাহিম জাদরান।
বল ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় ডিপ স্কয়ার লেগে। বেশ কিছুটা এগিয়ে সহজেই মুঠোয় নেন তানজিদ হাসান। ভাঙে ৫০ বল স্থায়ী ৪৭ রানের জুটি। ২৫ বলে এক ছক্কা ও তিন চারে ২২ রান করেন ইব্রাহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০