স্পোর্টস ডেস্কঃ অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসে ফিফটি পেলেন সাকিব আল হাসান। বাঁহাতি এই ব্যাটারের ফিফটির পরেই বাংলাদেশ দুইশ পূর্ণ হয়। সাকিবকে দারুণ সঙ্গ দিচ্ছেন নুরুল হাসান সোহান। দুজনের শতরানের জুটিতে তৃতীয় দিনের চা বিরতির আগ পর্যন্ত কোনো উইকেট হারায় নি টাইগাররা।
ইনিংস হারের শঙ্কায় পড়া বাংলাদেশ লিড নিয়েছে ম্যাচে। ৪৮ রানের লিড নিয়ে তৃতীয় দিনের শেষ সেশন খেলতে নামবেন সাকিব ও সোহান। ৮২ বলে ৪টি চারে ফিফটির দেখা পান সাকিব। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির অপেক্ষায় থাকা সোহান অপরাজিত আছেন ৪৯ রানে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৭৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে। এর আগে দিনের শুরুটা ভালো হয়নি সাকিবের দলের। নাজমুল হোসেন শান্ত ৮ রান নিয়ে দিন শুরু করেছিলেন। কিন্তু এই ব্যাটার কাইল মেয়ার্সের বুকের উপরে ওঠা বাউন্স বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১৭ রান করে।
এরপর মুমিনুল মেয়ার্সের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। প্রথম ইনিংসে এই ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। এবার করলেন মাত্র ৪ রান। কেমার রোচকে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ১৭ রান করা লিটন দাস। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মাহমুদুল হাসান জয় ৪২ রানে রোচের করা অফ স্টাম্পের অনেক বাইরে বল খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রান করে অল আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে উইন্ডিজের প্রথম ইনিংস থেমেছে ২৬৫ রানে। প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ নেন চার উইকেট। এবাদত ও খালেদ দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে উইন্ডিজ জোসেপ ও সিলস তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে মায়ার্স ও জোসেপ দুটি করে এবং রোচ নিয়েছেন একটি উইকেট।