স্পোর্টস ডেস্কঃ নেপালের বিপক্ষে বল হাতে ইতিহাস গড়েছেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এর চেয়ে বড় ব্যাপার হলো নিজের বোলিং কোটায় ২১টি ডট বল দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো বোলার এক ম্যাচে এতো ডট দিতে পারেননি। এই পেসার এদিন চার ওভারের মধ্যে দুটি ওভারই নিয়েছেন মেডেন।
বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন সাকিবের। তাঁর ওপরে মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ফিজ ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এদিকে সাকিব ও মুস্তাফিজ দুজনই আজ ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৭ রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে বাংলাদেশের একাধিক বোলারের ১০ রানের নিচে খরচ করার প্রথম ঘটনা এটি।
এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক ইনিংসে দুটি মেডেন ওভার করলেন সাকিব। এর আগে এ রেকর্ড ছিল আর আটজনের। তবে সাকিব এই ইনিংসে করেছেন ২১টি ডট বল, বিশ্বকাপে কোনো বোলারের যা সর্বোচ্চ। এ ম্যাচে মুস্তাফিজ করেছেন ২০টি ডট বল। সব মিলিয়ে বিশ্বকাপে ২০টি করে ডটের কীর্তি আছে ৯ বোলারের, এর মধ্যে সাতজনই এবারের আসরে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই মেডেন করা তৃতীয় বাংলাদেশী বোলার সাকিব। আগের দুজন নাজমুল ইসলাম ও নাসুম আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post