সাকিবের দলে এবার পুরান

0
65

স্পোর্টস ডেস্কঃ ১২ ঘণ্টার মধ্যে আরেক তারকা ক্রিকেটারকে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য দলে নিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। উইন্ডিজের সাবেক অধিনায়ক নিকোলাস পুরানকে দলে নেওয়ার বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে রংপুর। ২০১৭ বিপিএল চ্যাম্পিয়নরা বাবর আজম-ওয়ানিন্দু হাসারাঙ্গার পর পুরানকে দলে নিয়েছে।

এর আগেও বিপিএলে খেলেছেন পুরান। এবার তিনি মাঠ মাতাবেন সাকিব আল হাসানের অধীনে। রংপুর ফ্র্যাঞ্চাইজি পুরানের আগে দলে নিয়েছে বাবর আজম-ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকাদের। এছাড়া দলটিতে খেলার কথা রয়েছে পাকিস্তানের ইহসানউল্লাহ ও উইন্ডিজের ব্রেন্ডন কিংয়ের। তবে বাবর ছাড়া বাকি ক্রিকেটাররা পুরো আসরে খেলবেন না বলে জানা গেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here