স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জয়ে ফিরেছে গল টাইটান্স। টানা চার হারের পর অবশেষে নিজেদের তৃতীয় জয়ের মুখ দেখল ফ্র্যঞ্চাইজিটি। রোববার জাফনা কিংসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইটান্সরা। আর এই জয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে গেল সাকিব আল হাসান, লিটন দাসদের দলটি। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে তারা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে পড়ে জাফনা। বর্তমান চ্যাম্পিয়নরা লড়ায়ই করতে পারেনি ব্যাট হাতে। ক্রিস লিন, শোয়েব মালিক, ডেভিড মিলারের মতো ব্যাটাররা রান পাননি। ৩১ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করেন দুনিথ ওয়েলালাগে।
গলের হয়ে কাসুন রাজিথা একাই ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। লাহিরু কুমারা ১ মেইডেনসন ১৩ রান খরচায় ২ উইকেট নেন। তাবরাইজ শামসিও ১৯ রানে ২ উইকেট নেন আর বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ১৩ খরচ করে ১ উইকেট লাভ করেন।
৯০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৪তম ওভারের তৃতীয় বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গল টাইটান্স। দলের পক্ষে ৪২ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন টিম সেইফার্ট।
জাফনা কিংসের হয়ে মহেশ থিকশানা, মধুশঙ্কা ও শোয়েব মালিক ১টি করে উইকেট লাভ করেন।
এই ম্যাচে গলের একাদশে ছিলেন না লিটন দাস। টুর্নামেন্টের শেষ দিকে এসে লিটনকে দলে নেয় গল। শনিবার এলপিএল খেলতে কলম্বোতে পৌঁছালেও আজকের ম্যাচের একাদশে দেখা যায়নি লিটনকে। যার ফলে পিছিয়ে গেছে এই তারকার এলপিএল অভিষেক। একাদশে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুনেরও। আসরজুড়েই বেঞ্চে বসে কাটাতে হচ্ছে এই বাংলাদেশিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা