স্পোর্টস ডেস্ক:: দেশে আসার জন্য অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সবুজ সঙ্কেত পেলেন সাকিব আল হাসান। ঢাকায় তার বিরুদ্ধে মামলা হলেও তিনি দেশে আসতে পারবেন, আবার বিদেশ যেতেও পারবেন। তাতে আইনী কোনো বাধা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি মন্ত্রণালয়ে মঙ্গলবার এমনটা জানিয়েছেন।
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সাকিবের দেশে আসা এবং দেশের বাইরে যাওয়াতে আইনী কোনো বাধা নেই। আইনমন্ত্রণালয় থেকে উপদেষ্টা বিষয়টি নিশ্চিত হয়েছেন। ফলে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় টুর্নামেন্টে বিপিএলেও সাকিব খেলবেন। চট্টগ্রাম কিংস দলে নিয়েছে এই তারকাকে। গতকাল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হয়েছে। দেশে আসতে আইনী বাধা না থাকায় তার বিপিএল খেলার সম্ভাবনাও তৈরি হলো। যদিও সাকিব এখনো এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুৃদ। ক্রিকেটার সাকিব আল হাসান দেশে আসলে গ্রেপ্তার হবেন কি না- জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়ই, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। একটা হচ্ছে সাবজুডিস (বিচারাধীন), দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কনসার্ন আনসারটা দিতে পারবে। আমাদের জায়গা থেকে প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। সেটা আমরা পালন করব। যেহেতু আমার মন্ত্রণালয় কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি আইনি বাধা আছে কি না দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি, এখন পর্যন্ত কোনো বাধা নেই।
সাকিবের দেশে আসাতে কোনো আইনী বাধা নেই জানিয়ে উপদেষ্টা আরও বলেন, কোর্ট যদি কোনো অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটা তো আর আমার বিষয় না। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আইনি বাধা নেই।
এর আগে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগেই জানিয়ে ছিলেন, সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিস্কার করতে হবে। তবেই তার ব্যা্পারে সরকার সিদ্ধান্ত নেবে। অবশেষে সাকিব আল হাসান তার অবস্থান পরিস্কার করেছেন। ব্যাখা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুঃখ প্রকাশও করেছেন।
সাকিবের ফেসবুক পোস্টের পর সরকারের মনোভাবেও পরিবর্তন আসছে। ফলে তার ঢাকায় এসে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। মিরপুরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আইন উপদেষ্টার বরাত দিয়ে সরকারের অবস্থান পরিস্কার করেছেন। জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সাকিবের সংশ্লিষ্টতা না পেলে নাম বাদ যাবে। সেক্ষেত্রে তার দেশে এসে খেলে আবার ফিরে যাওয়ায় কোনো সমস্যা থাকবে না।
মিরপুরে সাকিব বিরোধী লেখালেখি এবং প্রতিবাদের মধ্যে তার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সরকার সেটা করবে। ক্রিকেট টিমের নিরাপত্তার দায়িত্বও সরকারের। অন্তবর্তীকালীন সরকারের এমন মনোভাবের পর বুঝাই যাচ্ছে সাকিব আল হাসান ঢাকায় ফিরছেন এবং ক্যারিয়ারের শেষ টেস্ট ঢাকায় খেলবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০