স্পোর্টস ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইতোমধ্যে তাকে দল থেকে অপসারণের জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। বিসিবিও জানিয়েছে প্রথম টেস্ট শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন।
এদিকে রাওয়ালপিন্ডিতে আজ বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ২টি উইকেট নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের (ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি) ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার কীর্তি গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন নিউজজিল্যান্ডের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে তিনি ৭০৫টি উইকেট শিকার করেছিলেন।
সাকিবের রেকর্ডময় ম্যাচে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। টেস্টে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। পঞ্চম দিন সাকিব-মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ৩০ রানের টার্গেটে ১০ উইকেটের জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। সেই সঙ্গে ২ বছর পর বিদেশের মাটিতে কোন টেস্ট জিতল বাংলাদেশ। এদিকে পিন্ডি টেস্ট শেষে সাকিবের নামে করা মামলার বিষয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। নিজের ফেসবুকে বিশ্ব সেরা অলরাউন্ডারকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন মুমিনুল।
মুমিনুল লিখেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি! গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইর নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০