নিজস্ব প্রতিবেদকঃ নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ায়, সাকিবকে অভিনন্দন জানিয়েছেন লিটন দাস। জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সেই অভিনন্দন দিয়েছেন। একইসাথে জানিয়েছেন, সাকিবের নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে নতুন কিছু করতে পারবেন বলে আশা করছেন।
লিটন দাস লেখেন, ‘অভিনন্দন, সাকিব ভাই। আশা করি আপনার নেতৃত্বে আমরা সামনের টুর্নামেন্টগুলোতে সেরা কিছু করব।’
গেল ৩ আগস্ট, বৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরই নতুন অধিনায়ক খুঁজার মিশনে নামে বিসিবি। সাকিব আল হাসানকেই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে বেশি পছন্দ ছিল বোর্ডের।
তবে এর বাইরেও ছিল আরও দুই নাম। সম্ভাব্য অধিনায়কের তালিকায় ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে অতীতে বিভিন্ন সময় খন্ডকালীন অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন লিটন। আর বাংলাদেশ দলের অলিখিত সহ-অধিনায়কও তিনি। কিন্তু, শেষ পর্যন্ত তার হাতে উঠেনি নেতৃত্ব। যদিও সামনে সাকিব তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করতে না চাইলে, একটি ফরম্যাটের দায়িত্ব লিটনের কাঁধে উঠতে পারে। যেটা হতে পারে টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post