নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে টস করতে নামবেন তিনি। এর আগে তিনি বিসিবি হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন।
অধিনায়ক হিসেবে অনুপ্রেরণা কে, এমন প্রশ্নের উত্তরে শান্ত বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নাম বললেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার সব সময়ের পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। যদি অধিনায়ক হিসেবে বলেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি আমরা। তাঁকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন বা উনার প্ল্যানিং বা প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুব উপভোগ করি।’
বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্তকে দায়িত্ব দিয়েছে বিসিবি। এমন সুযোগ উপভোগ্য হিসেবে প্রমাণ করতে আগ্রহী তিনি। শান্ত বলেন, ‘ভবিষ্যতে যদি দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থাকে তবে আমি অবশ্যই চেষ্টা করবো এবং সত্যি কথা বলতে প্রত্যেক ক্রিকেটারের কাছে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নের মত। এবার আমার কাছে অধিনায়কত্ব এসেছে এবং ভবিষ্যতে সুযোগ পেলে নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০