নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের দেওয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে ইংল্যান্ড দল। শুরুতে সাকিব আল হাসান, এবার তাইজুল ইসলামের শিকারে ইংলিশরা কোনঠাঁসা। জেসন রয়ের পর আরেক ওপেনার ফিল সল্টের উইকেট হারিয়েছে সফরকারীরা। তাইজুলের বলে বোল্ডআউট হয়েছেন এই ওপেনার।
ইনিংসের নবম ওভারের প্রথম বলেই অনেকটা টার্ন বল বুঝতে পারেননি সল্ট। অফ সাইডে সরে যাওয়া এই ডানহাতি ব্যাটারের লেগ স্টাম্পে গিয়ে সরাসরি আঘাত হানে বল। আর এতেই উচ্ছ্বাসে মাতেন তাইজুলসহ গোটা বাংলাদেশ দল। বরাবর আক্রমণাত্বক ব্যাট করা সল্ট ১৯ বলে এক বাউন্ডারিতে ১২ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন।
পাওয়ার প্লে’র প্রথম ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৩৮ রান। ২০ রানে অপরাজিত থেকে উইকেটে আছেন ডেভিড মালান। আর তাকে সঙ্গ দিতে সদ্য উইকেটে এসেছেন জেমস ভিন্ন। তিনি অপরাজিত ১ রান করে।
এর আগে ইনিংসের একেবারে প্রথম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় ইংলিশরা। সাকিবের ওভার দ্য টপ বলে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি জেসন রয়। মিড অফে সহজ ক্যাচ লুফে নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্যাভিলিয়নে ফেরার আগে এক বাউন্ডারিতে ৪ রান করে যান এই আগ্রাসী ওপেনার।
প্রথম উইকেট হারিয়ে রানের চাকা ধীর হয়ে পড়ে ইংলিশদের। সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছিলেন মালান। অভিজ্ঞ এই ব্যাটারকে সঙ্গ দিচ্ছিলেন সল্ট। এবার তিনিও প্যাভিলিয়নের পথ ধরলেন। যাতে বড় ধাক্কাই ইংলিশদের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post