স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বল দুই জায়গায়ই পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। লম্বা সময় ধরে নেই স্বাভাবিক ছন্দে। চোখের সমস্যায় ভুগছেন। ব্যাটিং স্টান্স বদল করেও সাফল্য আসেনি। শর্ট বলে ভুগছেন গত ১ বছর ধরেই। আর দলের হয়ে পারফর্ম না করায় স্বাভাবিকভাবেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন সাকিব। ভক্ত-সমর্থকরা নিজেদের একাদশেও দেখছেন না তাকে। তবে বাংলাদেশ দল অবশ্য তেমনটা কিছুই ভাবছে না। নেদারল্যান্ডস ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানান, সাকিবের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নয় দল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। এরপর ব্যাট হাতে মাত্র ৮ রান করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভার বল করার সুযোগ পান। প্রোটিয়াদের বিপক্ষে ৬ রান দিয়ে উইকেট শূন্য সাকিব। ব্যাটে ৩ রান করে আউট হয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। শীর্ষস্থান থেকে সাকিব ৪ ধাপ নেমে গেছেন পাঁচ নম্বরে।
তবে বাংলাদেশ অধিনায়ক শান্তর আশা নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করবেন সাকিব। তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো (নেদারল্যান্ডসের বিপক্ষে) আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post