স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের পর বেশ সমালোচনায় পড়েছেন তরুণ পেসার তানজীম হাসান সাকিব। ধর্মভীরু এই পেসার মাঠে পানি পান করেছেন। যা নিয়ে সমালোচনা করছেন অনেকেই।
তবে দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাশে পেয়েছেন এই তরুণ। সিনিয়র এই ক্রিকেটার জানিয়েছেন, বোলার নয় এমন যারা রোজা ছিলেন না, তাদের প্রচুর সমস্যা হয়েছে। তীব্র গরমে খেলা কঠিন ছিলো।
রোজা রেখে পেসারদের জন্য খেলা কঠিন। সেটাও জানিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গরমের মধ্যে সাকিবের জন্য খেলাও কঠিন ছিলো বলেছেন তিনি।
মুশফিকুর রহিম বলেন, ‘স্বাভাবিক আজ (গতকাল) যে রকম গরম ছিলো ওর জন্য কঠিন। রোজা না রেখেও আজ দুই তিন জনের ক্র্যাম্প হচ্ছিলো। পেস বোলারদের জন্য আরো অনেক কঠিন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post