স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে পথচলা শুরু করা তানজিম হাসান সাকিব আছেন বাংলাদেশের বিশ্বকাপ দলেও। যুব বিশ্বকাপজয়ী এই পেসারকে নিয়ে বিশ্বকাপে দারুণ আশাবাদী সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন।
ভিডিও বার্তায় মাশরাফী বলেন, ‘সাকিব আছেন, আরেকজন তরুণ তারকা। সে অত্যন্ত সাহসী। একই সঙ্গে সে দারুণ ব্যাটিং করে। এটা অনেকেই জানে। আরেকটি বিষয় দেখলাম ওর অ্যাকুরেসি। সেই সঙ্গে ইনসুইং, আউট সুইং পাচ্ছে সে। ওর ব্যাকহ্যান্ড স্লোয়ার আছে। তার ভ্যারিয়েশন আছে।’
মাশরাফী প্রশংসা করেছেন পুরো পেস বোলিং বিভাগকে নিয়ে। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বললেন, ‘এক সময় বাংলাদেশের সবচেয়ে দুর্বল যে বিভাগ, তারাই এখন সবচেয়ে শক্তিশালী বিভাগ—পেস বোলিং বিভাগ। এই বিভাগ নিয়ে বাংলাদেশের দর্শকদের সবাই গর্ব বোধ করতে পারে। যে পাঁচজন গেছে বিশ্বকাপে, সবাই পারফর্ম করেছে।’
মাশরাফী আরও বলেন, ‘সবচেয়ে ভালো লেগেছে শরিফুলের বোলিং। মুস্তাফিজ আগেই শুরু করেছে ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল ভেতরে ঢোকানো। শরিফুল একটু দেরিতে শুরু করেছে। সে ডানহাতি ব্যাটারকে অনেক ভোগাচ্ছে বল ভেতরে ঢুকিয়ে। একই সঙ্গে সে বল বাইরেও নিতে পারছে। নতুন বলে এটা একটা বোলারের শক্তির জায়গা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০