স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ বড় পুঁজি পেয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সাকিব আল হাসান। চট্টগ্রামের পক্ষে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। ২টি করে উইকেট নিয়েছেন সালাউদ্দিন সাকিল ও শহিদুল ইসলাম।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। টপ অর্ডারে রনি তালুকদার ১৯ বলে ২৫ রান করলেও ব্যর্থ হন বাকি দুই ব্যাটার রেজা হেন্ড্রিকস ও ব্রান্ডন কিং। রেজা ১১ বলে ৪ আর ব্রান্ডন ৯ বলে ২ রান করেন। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। দলের হাল ধরেন সাকিব। তবে চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৯ বলে ৫ রান করে তিনি সাকিলের বলে বোল্ড হন।
১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন শেখ মাহাদি। আর সাকিব পেয়েছেন ফিফটির দেখা। ৫ চার ও ৩ ছয়ে ৩৯ বলে ৬২ রান করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। শেষ দিকে শামিম হোসেনও ৯ বলে ১৭ রানের কার্যকরি ইনিংস খেলেছেন। সবমিলিয়ে বড় সংগ্রহই গড়েছে রংপুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post