স্পোর্টস ডেস্কঃ শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। সব ঠিক থাকলে আগামী ১৫ মার্চ পর্দা উঠবে টুর্নামেন্টের। তবে এর আগে দলবদল অনুষ্ঠিত হবে আগামী ২ ও ৪ মার্চ। তবে দলবদলের আনুষ্ঠিকতার আগেই নিশ্চিত হয়ে গেছে তারকা ক্রিকেটারদের দল।
এবারের আসরে ইমরুল কায়েস খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। গেল আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলেছেন। যেখানে কিনা চ্যাম্পিয়ন হয়েছে তার দল। তবে এবার দল পরিবর্তন করছেন তিনি। যেই দলে কিনা আছেন সাকিব আল হাসানের মতো তারকা।
মূলত সাকিবের ডাকে সাড়া দিয়েই মোহামেডানে নাম লিখিয়েছেন ইমরুল কায়েস। সাকিব ফোন করেছিলেন ইমরুলকে দলে যোগ দিতে। রাজি হয়ে যান এই বাঁহাতি। এর আগে গেল বছরও ইমরুলকে বলেছিলেন সাকিব। তবে শেখ জামালের সাথে চুক্তি থাকায় রাজি হননি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরুল কায়েস বলেন, ‘আমি মোহামেডানে খেলছি ইনশাআল্লাহ। অবশ্যই চেষ্টা থাকবে মোহামেডানকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। আমাদের দলে যারা যারা আছে, সবাই ভালো খেলোয়াড়। আশা করছি এবছর মোহামেডান ভালো করবে, আমাদের সবার লক্ষ্য এটা।’
বাঁহাতি এই তারকা আরও বলেন, ‘সাকিব আমাকে ফোন দিয়েছিল খেলার জন্য, বলেছিল খেলতে। গত বছরও বলেছিল। কিন্তু, আমি শেখ জামালের সাথে দায়বদ্ধ ছিলাম, যেতে পারিনি। আগেই বলেছিল, পরে আমি বলেছি ঠিক আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা