নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ১৩ রানে হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে। অধিনায়ক নাসির হোসেনের লড়াইয়ের পরও এড়াতে পারেনি দল।
ইফতিখারের হাফ সেঞ্চুরিতে কাজে আসেনি নাসিরের হাফ সেঞ্চুরিতে। বরিশালের দেওয়া ১৭৪ রানের টার্গেটে খেলতে নামা ঢাকা থেমেছে ১৬০ রানে।
টস হেরে ব্যাট করতে নামা বরিশাল ইফতিখার, মাহমুদউল্লাহ ও অধিনায়ক সাকিবের ব্যাটে ৫ উইকেটে ১৭৩ রান তুলে। ওপেনার সাইফ হাসানকে হারিয়ে শুরু করা দলটি আগের ম্যাচের সেঞ্চুরিয়ানের হাফ সেঞ্চুরিতে পায় লড়াইয়ের পূঁজি। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন ইফতিখার। ৩৪ বলের ইনিংসে পাঁচটি চার ও দু’টি করে ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে আসে ৩০ রান। ১৭ রান করেন মিরাজ।
ঢাকা ডমিনেটর্সের হয়ে নাসির হোসেন ২টি উইকেট লাভ করেন।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নামা ঢাকা অধিনায়ক নাসির হোসেনের হাফ সেঞ্চুরিতে লড়াই করে দারুণ। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। থামতে হয়েছে চার উইকেটে ১৬০ রানে। ওপেনার উসমান গণি ৩০ রান করেছেন। ১৯ বলের ইনিংসে দু’টি চার ও তিনটি ছক্কা হাঁকান। দুই চার ও তিন ছয়ে ৩৮ বলে ৪৭ রান করেন মোহাম্মদ মিঠুন। ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন নাসির হোসেন। ৩৬ বলের ইনিংসে তিনটি চার ও দু’টি ছক্কা হাঁকান। নির্ধারিত ওভারে চার উইকেটে ১৬০ রানে থামতে হয় ঢাকাকে।
বরিশালের হয়ে ওয়াসিম, চাতুরাঙ্গা ও করিম জান্নাত ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post