স্পোর্টস ডেস্কঃঃ সংসদ নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত হয়নি এখনো। তবে তার আগেই ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে বসানো হলো পুলিশ পাহারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাকিব আল হাসান তিনটি আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নপত্র কিনেছেন। মাগুরা-১, ২ ও ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম জমাও দিয়েছেন তিনি।
তবে কোন আসন থেকে তাকে আওয়ামীলীগ মনোনয়ন দিচ্ছে সেটি এখনো নিশ্চিত নয়। তার আগেই গত রাত থেকে মাগুরায় সাকিবের বাড়িতে বসানো হয়েছে পুলিশ প্রহরা। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্থানীয় দায়িত্বশীলরা।
শনিবার রাত থেকে সাকিবের বাড়িতে পুলিশ সদস্যদের প্রহরা দিতে দেখা গেছে। সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাচ্ছেন সেটা অনেকটাই নিশ্চিত। মাগুরা থেকে নাকি ঢাকা সেটা নিয়েই রয়েছে কিছুটা জল্পনা-কল্পনা। তবে অনেকেই বলছেন, যেতেহু গ্রামের বাড়ীতে পুলিশ প্রহরা বসানো হয়েছে, তাই ধরেই নেওয়া হচ্ছে মাগুরা থেকে মনোনয়ন পাচ্ছেন এই ক্রিকেটার।
সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশ পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে সে বিষয়ে আমরা কিছু জানি না।’
Discussion about this post