নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপর্যয়ে ত্রাতা হতে পারলেন না অধিনায়ক সাকিব আল হাসানও। দুই ওপেনারের হতাশার শুরুর পর টাইগারদের বিপদে ফেলেন নাজমুল হোসেন শান্ত। বিপর্যয়ে পড়া দলের হাল ধরতে পারলেন না অধিনায়কও। দলীয় ৬৪ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২২৯ রান তাড়ায় উইকেটে এখন মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম।
এর আগে দুই ওপেনার মিলে সাবধানী শুরুর চেষ্টাও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। ইনিংসের পঞ্চম ওভারে আরিয়ান দত্তের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি লিটন দাস। তবে বল তার গ্লাভসে লেগে উপরে উঠে গেলে সহজেই তা লুফে নেন উইকেটকিপার স্কট এডওয়ার্ডস। ১২ বলে ৩ রান করে ফিরলেন লিটন।
পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। লোগান ভ্যান বিকের গুড লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। তরুণ এই বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ১৫ রানে। ১৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হাল ধরার চেষ্টায় মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০