নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ালেও, শেষটায় জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে স্বাগতিকরা। মান বাঁচানোর পাশাপাশি অনেকটা স্বস্তি এসেছে দলের ড্রেসিং রুমে।
সিরিজের শেষ ম্যাচে সেই জয়ের নায়ক সাকিব আল হাসান। ব্যাটে-বলে পারফর্ম করে ইংল্যান্ডকে দিয়েছেন হারের তিক্ততা। ব্যাট হাতে দলের বিপদের সময় একা হাতেই লড়েছেন। খেলেন জার্সির নম্বর অনুযায়ী ঠিক ৭৫ রানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ রানের সেই ইনিংসটি সাজানো ছিল ৭১ বলে ৭ বাউন্ডারিতে। তাঁর ব্যাটে ভর করেই মূলত লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা।
এরপর বল হাতেও দেখিয়েছেন স্পিন ভেলকি। ১০ ওভারে ৩৫ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। দেশের একমাত্র বোলার হিসেবেই এই কীর্তি সাকিবের। এছাড়া অলরাউন্ডারদের এলিট ক্লাবেও নাম লিখিয়েছেন এই বাঁহাতি তারকা। ওয়ানডে ক্রিকেটে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬০০০ রান আর ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এর বাইরে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক ম্যাচে ৪ উইকেট ও ৫০ বা তার বেশি রান করেছেন।
সাকিবের দুর্দান্ত পারফম্যান্সের প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। জানিয়েছেন, পরিসংখ্যানই বলে দেয় তার নৈপুণ্যের কথা। সাকিবের বিপক্ষে সবসময়ই চ্যালেঞ্জের। এছাড়াও ইংল্যান্ডে হয়ে যাওয়া ২০১৯ বিশ্বকাপের কথাও স্মরণ করিয়েছেন সফরকারী অধিনায়ক।
বাটলার বলেন, ‘সে (সাকিব আল হাসান) অসাধারণ খেলোয়াড়। পরিসংখ্যানই বলে দেয় তাঁর সাফল্যের কথা। তাঁর বিপক্ষে খেলা বড় চ্যালেঞ্জের। ২০১৯ বিশ্বকাপ ফিরে দেখলেই বোঝা যাবে, দারুণ পারফম্যান্স করেছিল সে। দুর্দান্ত একজন একজন খেলোয়াড় সে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post