স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে হারের ফলে চলতি এশিয়া কাপে সুপার ফোরে কার্যত শেষ বাংলাদেশের যাত্রা। আসরে ভারত ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে অনেকটা। অনেক যদি-কিন্তুর হিসেব মিলিয়ে তাতেই টাইগাররা পেতে পারে ফাইনালের টিকিট। তবে সেই পথ আপাতত অনেক কঠিন।
এদিকে শ্রীলঙ্কা ম্যাচ শেষে ব্যক্তিগত কারণে দেশে ফেরত আসেন সাকিব আল হাসান। তাঁর সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম। এই উইকেটকিপার ব্যাটার পারিবারিক কারণে ফিরলেও সাকিবের ব্যক্তিগত ছুটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়কের ছুটি নিয়ে অবশেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস ব্যাখা দিয়েছেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে জালাল বলেন, ‘সাকিবকে ব্যক্তিগতে কারণে ছুটি দিয়েছিল। আমরা এখানে সবাই ছিলাম। আগেও বলেছিল তিন দিনের জন্য (ছুটি লাগবে)। যেহেতু এখানে কোনো অনুশীলন নেই। সে জন্য সে চেয়েছিল ঢাকায় যাবে, একটা ব্যক্তিগত কাজ ছিল বলেছে। সভাপতিও ছিলেন আমাদের সঙ্গে, টিম ম্যানেজমেন্ট, কোচও জানে। সবাই মিলে তাকে এই বিরতিতে ঢাকায় যেতে দিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post