সাকিবের মতে লড়াই করার জন্য যথেষ্ট পুঁজি ছিল না

0
86

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশকে বড় হারের লজ্জা দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। পাল্লেকেলেতে আগে ব্যাট করে টাইগাররা গুঁটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। সেই রান তাড়া করে বড় জয় পায় লঙ্কানরা। দলের হয়ে ফিফটি হাঁকিয়েছেন সাদিরা সামারাভিক্রামা ও চারিথ আসালাঙ্কা।

ব্যাটাররা সুবিধা করতে না পারায় ১৬৪ রানেই অল আউট হতে হয় বাংলাদেশকে। স্বল্প পুঁজি নিয়ে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি সাকিবের দল। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, লড়াই করার জন্য যথেষ্ট পুঁজি ছিল না। ২২০-২৩০ রান করতে পারলে ভালো সুযোগ থাকতো বলে জানান তিনি।

বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ‘এটা ৩০০ রানের উইকেট নয়, তবে আমাদের ২২০-২৩০ রান প্রয়োজন ছিল। বোলাররা অনেক দিন ধরেই তাদের কাজটি করছে। তবে যথেষ্ট রান ছিল না। আমরা এ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোব।’

এদিকে এই হারের পর সুপার ফোরে যাওয়া এখন বেশ কঠিন বাংলাদেশের জন্য। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিততেই হবে, তারপর অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে রোববার লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। এই আফগানদের বিপক্ষে গত জুলাইয়ে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here