সাকিবের মেসি হওয়ার অপেক্ষা

0
181

স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির ভক্ত সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সেরা এই তারকা পছন্দ করছেন মেসিকে, আর্জেন্টিনার সাপোর্টারও তিনি। অনেক রেকর্ডের মালিক মেসির একটাই অপূর্ণতা ছিলো বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে সেটা তিনি ছুঁয়েছেন। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও অনেক রেকর্ডের মালিক। তারও একটা স্বপ্ন বাকী রয়ে গেছে। সেটাও বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এখনো জিততে পারেননি বিশ্বকাপ। আগামি ওয়ানডে বিশ্বকাপ তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ। তাই ভারত বিশ্বকাপে তিনিও বিশ্বকাপ জিতবেন, প্রিয় তারকার মেসির মতো ট্রফি উঁচিয়ে ধরবেন এমন প্রত্যাশা সমর্থকদের।

বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন, সাকিব মেসির মতো হওয়ার অপেক্ষায়। বিসিবির এই নির্বাচক একটি গণমাধ্যমকে বলেন, ‘মেসি হয়ে ওঠার জন্য সমস্ত যোগ্যতা সাকিবের রয়েছে। সেটি হতে পারলে এর চেয়ে ভালাে কিছু হবে না বাংলাদেশের ক্রিকেটে। দল যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি ধরে রাখতে পারলে সাফল্য আসবে।’

শুধু সাকিব আল হাসানই নয়, এবারের বিশ্বকাপ শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে সিনিয়র আরো দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তারা। মাহমুদউল্লাহ রিয়াদ যদি দলে সুযোগ পান তবে শেষ বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবেন। দল থেকে বাইরে থাকা এই সিনিয়র দলে সুযোগ না পেলে শেষ বিশ্বকাপ খেলারও সুযোগ মিলবে না তার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here