স্পোর্টস ডেস্ক:: হঠাৎ করেই আলোচনার জন্ম দিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। রহস্যময়ী এক পোস্টে জানিয়েছেন তিনি আর খেলবেন না। এশিয়া কাপ স্কোয়াডের অনুশীলন চলাকালে সাকিবের এমন পোস্ট নিয়ে নানা রহস্য দেখা দিয়েছে।
তামিম ইকবালের অবসর কাণ্ডের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ানডে অধিনায়কত্বও তুলে দিয়েছে সাকিবের হাতে। আগ থেকেই তিনি বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক। এবার এক সঙ্গে তিন ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় সাকিব বৃহস্পতিবার থেকে যোগ দিয়েছেন এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে। এর পরদিনই শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময়ী পোস্ট দিয়েছেন টাইগার অলরাউন্ডার।
তবে কি কারণে তার এমন রসহ্যময়ী পোস্ট সেটি জানা যায়নি। ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০