নিজস্ব প্রতিবেদকঃ রংপুর রাইডার্সের বিপক্ষে অল্পতেই থামল সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার নিজেদের মাঠে মাত্র ৯২ রান করেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। অল্পতেই অলআউট হওয়ার শঙ্কা জাগা সিলেটের ত্রাতা তানজিম হাসান সাকিব। সিলেটের এই ক্রিকেটার করেছেন ইনিংস সর্বোচ্চ ৪১ রান। অধিনায়ক মাশরাফী করেন ২১ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে সিলেট। প্রথম ওভারেই ২ রান করে আউট হন ওপেনার টম মুরস। পরের ওভারে মেহেদীর বলে বাউন্ডারি লাইনে শোয়েবের ক্যাচে পরিণত হন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। করেন ৯ রান।
তিনে নেমে রানের খাতাই খুলতে পারেননি তৌহিদ হৃদয়। ব্যর্থতার পাল্লা ভারী করেছেন মুশফিকুর রহিমও। এরপর স্টাম্পিং হয়ে সাজঘরের পথে হাঁটেন জাকির হাসান। মুশফিকের মতো এই বাঁহাতি ব্যাটারও রানের খাতা খুলতে পারেননি। উড়িয়ে মারতে গিয়ে থিসারা পেরেরা বিদায় নিলে বিপদে পড়ে সিলেট। ইমাদ ওয়াসিম আউট হলে মাত্র ১৭ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর অবশ্য তানজিম হাসানকে সঙ্গে নিয়ে দলের বিপদ সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক মাশরাফী। তাদের জুটি স্কোর বোর্ডে যোগ করে ৪৮ রান। ২১ বলে ২ ছক্কায় ২১ রান করেন সিলেট অধিনায়ক। সাকিব ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন। ৩৬ বলে ২ ছক্কা ও ৫ চারে এই ইনিংস সাজান তিনি।
রংপুরের হয়ে দারুণ বোলিং করেছেন দলটির পেসাররা। আজমতুল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ ৩টি করে উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন মেহেদি হাসান। ৯৩ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে নুরুল হাসান সোহানের রংপুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post