সাকিব অধিনায়ক, লিটন সহ-অধিনায়ক

    0

    নিজস্ব প্রতিবেদক:: শেষ পর্যন্ত সাকিবের কাঁধেই উঠলো টেস্ট দলের নেতৃত্ব। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাদা পোশাকে সাকিবের ডেপুটি হয়েছেন লিটস দাস। আসন্ন ক্যারিবিয়ান সফরে বাংলাদেশ টেস্ট পাচ্ছে নতুন পেলো নতুন অধিনায়ক।

    সাকিব এর আগেও অবশ্য তিন ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন। তিনি নিষেধাজ্ঞার কবলে পড়লে মুমিনুল হকের কাঁধে পড়ে টেস্টের নেতৃত্ব। দলের বাজে পারফর্মের সঙ্গে নিজের ফর্মহীনতায় সমালোচনার মুখে পড়ে নেতৃত্ব ছেড়ে দেন মুমিনুল হক। এরপরই বিসিবিকে নতুন অধিনায়ক বেছে নিতো হলো।

    শ্রীলঙ্কা সিরিজে দুই ম্যাচে একটিতেও রানের দেখা পাননি মুমিনুল হক। ব্যাট হাতে ছিলেন চরম ব্যর্থ। ঘরের মাঠে দলও সিরিজ হারে ১-০ ব্যবধানে। চট্টগ্রাম টেস্ট ড্র’য়ের পর ঢাকা টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। এরপরই অধিনায়ক মুমিনুল হককে নিয়ে বেশি সমালোচনা তৈরি হয়।

    ম্যাচ শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মুমিনুলের সঙ্গে কথা বলেন। নেতৃত্ব আর ব্যাটিং নিয়ে ভাবতে বলেন। যদিও পরবর্তীতে নাজমুল হাসান বলেন, অধিনায়কের নেতৃত্ব তারা সন্তুুষ্ট। তাঁকে কন্টিনিউ করতে বলেছিলেন তিনি। তবে মুমিনুল নিজ থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    গত মঙ্গলবার বিকেলে মুমিনুল হক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এরপর রাতে জানিয়ে দেন তিনি আর টেস্টে অধিনায়কত্ব করবেন না। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ব্যাটার হিসেবেই খেলবেন। নিজের ব্যাটিংয়ে মনযোগ দিতেই এমন সিদ্ধান্ত জানিয়ে ছিলেন তিনি।

    এরপরই বোর্ড নতুন অধিনায়কের খুঁজে মাঠে নামে। তবে সবার উপরেই ছিলো সাকিব আল হাসানের নাম। আজকের বোর্ড সভায় পরিচালকরাও সাকিবকেই বেছে নিলেন অধিনায়ক হিসেবে। টাইগারদের নেতৃত্বে পুনরায় ফিরলেন এই অলরাউন্ডার। এই যাত্রায় সঙ্গী হিসেবে ডেপুটিতে পাচ্ছেন তিনি পারফর্মার লিটন দাসকেও।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Exit mobile version