সাকিব আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে- গিল

0
284

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে দারুণ ব্যাট করেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ভারতের বিপক্ষে শুক্রবার ৮০ রানের ইনিংস খেলেন। কলম্বোতে টস হেরে আগে ব্যাট করতে নেমে টপঅর্ডারে ধস দিয়েই ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ৫৯ রান পর্যন্ত যেতেই নেই ৪ উইকেট। এরপরই হাল ধরেন সাকিব-তাওহিদ হৃদয়। দুজনের ১০১ রানের জুটিতে ধাক্কা সামাল দেয় টাইগাররা।

শেষ পর্যন্ত সাকিব খেলেন ৮৫ বলে ৮০ রানের ইনিংস। মারেন ৬ চার ও ৩ ছক্কা। এরপর বল হাতে ১০ ওভারে দুটি মেডেনসহ ৪৩ রানে পান ১ উইকেট। বাংলাদেশের করা ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ রানে হারে ভারত। কঠিন ব্যাটিং কন্ডিশনে ১৩৩ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেও ম্যাচসেরার পুরস্কার পাননি ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল। সংবাদ সম্মেলনে এসে এই ওপেনার জানান, সাকিব ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ভারতের কাছ থেকে।

গিল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে।’ এরপর নিজেদের ব্যাটিং পরিকল্পনা জানাতে গিয়ে গিল বলছিলেন, ‘ডট বল যেন কম হয়, আমরা নিজেদের মধ্যে তা নিয়ে আলোচনা করেছি। বেশি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছি। বল যদি ব্যাটে আসে, তাহলে খেলার পরিকল্পনা ছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here