সাকিব আল হাসানকে অধিনায়ক চান সুজন

0
72

নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এ মাসের শেষদিকে হবে এশিয়া কাপ। এর আগেই নতুন অধিনায়ক বেছে নিতে হবে বিসিবিকে। এমন অবস্থায় ক্রিকেটপাড়ায় আলোচনা বলতে গেলে একটাই- কে হবেন নতুন ওয়ানডে অধিনায়ক। এই প্রশ্নে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন অধিনায়ক হিসেবে চান সাকিব আল হাসানকে।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন সুজন। পরবর্তী ওয়ানডে অধিনায়ক বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন লিটন দাসকে কীভাবে বলব লিটন দাস নয়… লিটন ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়েছে। কিন্তু সাকিব তো অবশ্যই এখানে এগিয়ে থাকবে। তাঁর মাথা, তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতা, সবকিছু তো অনেক বেশি। তারপরও আমি লিটনকে ছোট করতে চাই না। সে ভালো কাজ করেছে।’

সুজন আরও বলেন, ‘আমি মনে করি, যে দলে সাকিব আছে…আমার ব্যক্তিগত মতামত, আমি হলে হয়তো সাকিবের কথাই চিন্তা করতাম। লিটন, শান্ত, মিরাজ এরা তৈরি হবে। এদেরই অধিনায়কত্ব করতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম করবে না, সাকিব একসময় অবসরে যাবে। একসময় মুশফিক অবসরে যাবে। তখন এরাই সিনিয়র হবে।’

সাকিব এর আগেও বাংলাদেশকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। ২০১১ সালে নেতৃত্ব ছাড়ার আগে বাংলাদেশকে ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর মাশরাফি বিন মুর্তজার অবর্তমানে আরও তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। অভিজ্ঞতার বিচারে তাই সাকিবকেই এগিয়ে রাখছেন সুজন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here