স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসানের টেস্টের প্রতি কোনো ঘাটতি নেই। তাঁকে টেস্ট অধিনায়কত্ব দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক, জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, এই অলরাউন্ডারের টেস্ট ক্রিকেটের প্রতি নিবেদন ও ভালোবাসার কোনো ঘাটতি নেই।
মুমিনুল হক টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এই মুহূর্তে বিসিবি টেস্ট অধিনায়ক খুঁজছে। অধিনায়কত্বের তালিকায় সবার উপরেই আছে সাকিবের নাম। আগে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন তিনি। বর্তমানে টি-২০ ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে অধিনায়ক আছেন তামিম ইকবাল।
রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন, মুশফিকুর রহিম নেতৃত্ব নিতে চান না। অনেকবারই তিনি বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সাকিব আর তামিমের নাম আলোচনায় আছে। তবে তামিম ওয়ানডেতে থাকায় সাকিবকেই পছন্দ করছেন শীর্ষ কর্তারা। ওয়েস্ট সিরিজের আগে তাই নেতৃত্বের দায়িত্ব উঠতে পারে সাকিবের কাঁধে। আগামিকাল বোর্ড পরিচালকদের সভা আছে। বিসিবি সভায়ই চূড়ান্ত হতে পারে এই অলরাউন্ডারের নাম।
বাংলাদেশের এই অলরাউন্ডার টেস্ট খেলতে চান না, যখন তখন ছুটিতে চলে যান। এনিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ মনে করেন, নেতৃত্বের ভার দিলে সাকিবের পরিবর্তন আসতে পারে। তিনি নিয়মিত হতে পারেন ।
যখন তখন ছুঁটি নিয়ে নেন, বিশেষ করে টেস্টে তার কিছুটা অনীহা আছে সাকিব । বেশ কয়েক দিন থেকে তিনি টেস্টে অনিয়মিত। অনেকটা জোর করেই তাঁকে খেলা হচ্ছে বিসিবিকে। অনেক সময় বিসিবি চাইলেও তিনি খেলেন না। চলে যান ছুঁটিতে। অবস্থা এমন তার যখন মন চায় তিনি তখনি খেলেন। বোর্ড চাইলেও সব সময় পায় তাঁকে। তবে খালেদ মাহমুদ সুজন মনে করেন দায়িত্ব একটা দিলে তসাকিবের পরিবর্তন হতে পারে।
সাকিব টেস্ট অন্য ফরম্যাটের চেয়ে বেশি উপভোগ করেন জানিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিব সবসময়ই বলে ও টেস্ট খেলতে চায় এখন। জানি না, এই কথাটি কেন আসে সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিবের সঙ্গে যতবার কথা বলি, ও বলে অন্য ফরম্যাটের চেয়ে টেস্ট বেশি উপভোগ করে। সাকিব যদি খেলতে চায়, যদি নিতে চায়, আমার মনে হয়, দায়িত্ব একটা দিলে সাকিবেরও একটা পরিবর্তন হতে পারে হয়তো।’
অধিনায়কের দায়িত্ব দীর্ঘ সময় দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘যে-ই হোক না কেন, দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া, একটা অধিনায়ককে সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। যে-ই করুক, সে কীভাবে চায় দায়িত্ব, এটা গুরুত্বপূর্ণ।’
সাকিবের ক্রিকেট জ্ঞানের প্রশংসা করে সুজন আরো বলেন, ‘সাকিবের ক্রিকেট জ্ঞাত তো অসাধারণ। ওর সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়। অনেক ধারণা রাখে, ক্রিকেট নিয়ে ওর চিন্তা-চেতনা অন্যরকম। যদিও অনেক সময় নিজের মতো থাকে, আমরা জানি। তবে ও যে রকম চরিত্র, যেরকমভাবে মিশতে পারে সবার সঙ্গে, আগেও দুই দফায় অধিনায়ক ছিল, তবে তখন তো অনেক ছোট ছিল। এখন যদি পায়, গোটা দলের আবহ বদলে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০