নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে আয়ারল্যান্ড দল। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপাকে পড়েছে সফরকারীরা। সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের দারুণ বোলিংয়ে ইতিমধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারসহ ৪ উইকেট হারিয়ে বসেছে আয়ারল্যান্ড।
একেবারে প্রথম ওভারেই সাকিব আল হাসানের এলবিডব্লিউর শিকারে পরিণত হয়ে গোল্ডেন ডাক মেরে ফিরেন ওপেনার জেমস ম্যাককালাম। শুরুতে আম্পায়ার আলিম দার আবেদনে সারা না দিলেও, পরবর্তীতে রিভিউ নেন সাকিব। এতে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
তাইজুল ইসলামের করা চতুর্থ ওভারের চতুর্থ বলে তাইজুলের শিকার হয়ে ফিরেন আরেক ওপেনার মুরে কমিন্স। ১২ বলে ১ রান করা এই ব্যাটার রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ষষ্ঠ ওভারে দলীয় ৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় আইরিশরা। এবার তাইজুলের বলে বোল্ড আউট হয়ে ফিরেন অধিনায়ক অ্যান্ড্রি বালবার্নি।
১০ রানের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানো আয়ারল্যান্ড দলীয় ১৩ রানের মাথায় হারায় আরও এক উইকেট। এবার সপ্তম ওভারের তৃতীয় বলে সাকিব আল হাসানের করা বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরেন কার্টিস ক্যাম্ফার। ৪ বলে ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ক্যাম্ফার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড দলের সবশেষ সংগ্রহ ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৩ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা