নিজস্ব প্রতিবেদক:: প্রথম হারের লজ্জার বদলা নেওয়ার মিশন। টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালে সাগরিকায় প্রথম টেস্ট খেলেছিলো বাংলাদেশ। সেখাইন রশিদ খানরা বড় লজ্জা উপহার দেন বাংলাদেশ দলকে। প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নেয় আফগানিস্তান।
সেই বদলা নেওয়ার মিশনে কাল আবারো মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে সকাল ১০টায়। শক্তির বিচারে বাংলাদেশ এগিয়ে থাকলেও দারুণ আত্মবিশ্বাসী হাশমতউল্লাহ শহীদির দল।
বাংলাদেশের বড় দুই তারকা নেই একমাত্র টেস্টটিতে। চোটের কারণে সাকিব আল হাসান খেলবেন না সেটা আগেই নিশ্চিত হওয়া গেছে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তাই নেতৃত্বের দায়িত্ব পড়েছে লিটন কুমার দাসের কাঁধে। সিনিয়র ক্রিকেটার ওপেনার তামিম ইকবালও নেই দলে।
টেস্ট দলে থাকা তামিম ইকবাল পিঠের ব্যথার কারণে আগের রাতে বাদ পড়েছেন দল থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার রাতেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, ওয়ানডে অধিনায়ক নেই প্রথম টেস্টের দলে। প্রথম হারের বদলা নিতে বাংলাদেশকে তাই নামতে হচ্ছে দলের সেরা দুই তারকাকে ছাড়াই।
তারুণ্য নির্ভল বাংলাদেশ দল আগের বার স্পিন ফাঁদে আফগানদের ফেলতে গিয়ে নিজেরাই পড়েছিলো। এবার আর সেই পথে যায় নি দল। পেস অ্যাটাক নিয়েই মাঠে নামছে টাইগাররা। এবাদত, তাসকিন, শরিফুল, খালেদ-মুশফিকদের হাসানদের বিপক্ষে লড়াই করতে হবে আফগান ব্যাটারদের।
ঘরের মাঠে এবার আর লজ্জায় পড়তে চাইবে না লিটনের দল। আফগানিস্তানকে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণই নয়, প্রথম হারের বদলাও যে নিতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post