নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপ শেষ হয়েছে মাস দুয়েক হলো, ধীরে ধীরে আলোচনাটাও থেমে আসছিল। তবে হুট করে রোববার রাতে জোর পায় বিশ্বকাপ আলোচনা। কারণটা মূলত, বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আসছে সিলেট সফরে।
সিলেট সফরে এসে সোমবার বৈঠকে বসে দেশের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সাথে। বিশ্বকাপ দলে তামিম না থাকলেও, তাঁর দলে না থাকা নিয়ে কম বিতর্ক হয়নি। যার জন্যই মূলত সাবেক অধিনায়কের সাথে বৈঠকে বসে তদন্ত কমিটি। একইসাথে বিশ্বকাপে থাকা অধিনায়ক সাকিব আল হাসানের সাথেও কথা বলে তদন্ত কমিটি।
বিপিএল চলাকালীন সিলেটের পাঁচ তারকা হোটেলে দুই ক্রিকেটারের সাথেই আলাদা করে বৈঠকে বসে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন তিন সদস্যের তদন্ত কমিটি। বাকি দুইজন হলেন আকরাম খান ও মাহবুব আনাম। নির্বাচনসহ নানান ব্যস্ততায় দেশের দুই বড় তারকার সাথে বৈঠকে বসা না হলেও, সিলেট সফরে বিপিএল চলাকালীন সেটি শেষ করেছে তদন্ত কমিটি।
বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। তিনি জানান, দুজনের সাথে আলোচনাটা গতিশীল ছিল বেশ। তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, এখনই সেটা বলতে পারছেন না। সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়েও কথা বলেছেন সিরাজ। জানিয়েছেন, দ্রুতই তদন্ত প্রতিবেদন বোর্ডে জমা দিবেন তারা।
এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘দুজনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না, সেটা এই মুহূর্তে বলতে পারব না।’
সাকিব -তামিম দ্বন্দ্ব সমাধান কি না, সেই প্রশ্নে সিরাজের ভাষ্য, ‘যে দ্বন্দ্বের কথা বলছেন আমরা আমলে আনছি না সেটা। স্থায়ী কিছু নয় এটা। তবে সবকিছুই সমাধানের যোগ্য, যদি আপনি সেটা সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post