স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান ও তামিম ইকবাল দল পেলেও পাকিস্তান সুপার লিগে দল পাননি তিন জন বাংলাদেশী ক্রিকেটার। পিসিএল প্লেয়ার ড্রাফটে পাঁচ জন বাংলাদেশী থাকলেও দল বঞ্চিত থেকেছেন তিন জন।
বুধবার রাতে অনুষ্টিত প্লেয়ার ড্রাফটে দল পাননি বাংলাদেশী শাহরিয়ার নাফিস, সৌম্য সরকার ও শুভাগত হোম।
গতবারের রানার আপ দল পেশোয়ার জালমি সাকিবকে ডায়মন্ড ও তামিমকে গোল্ড ক্যাটাগরিতে দলে নিলেও বাকি তিন ক্রিকেটারের কেউই দল পাননি। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।
নাফিস ছিলেন গোল্ড ক্যাটাগরিতে। অন্যদিকে সৌম্য আর শুভাগত ছিলেন সিলভার ক্যাটাগরিতে।
পিএসএলের দ্বিতীয় আসরও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে, পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০