স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশে মামলা দায়েরের পর সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা তা নিয়ে চলছে বেশ আলোচনা। বিশেষ করে সামনেই ভারত সিরিজ। ভারত সিরিজের প্রস্তুুতি ক্যাম্পের জন্য সাকিব দেশে ফিরেন কিনা সেটি নিয়েই হচ্ছে নানা গুঞ্জন।
তবে পাকিস্তান সিরিজ শেষ করে সাকিব বিসিবির এনওসি নিয়ে সোজা ইংল্যান্ডে চলে গেছেন। মাঝের এই ক’দিনে মাত্র একটি ম্যাচ খেলবেন কাউন্টিতে। বাংলাদেশ দল ভারত যাবে ১৫ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প।
এমন পরিস্থিতিতে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, সাকিব দেশে ফিরবেন না। তিনি ইংল্যান্ড থেকেই ভারত চলে যাবেন। এরপর ঘরের মাঠে প্রোটিয়া সিরিজে দেশে ফিরবেন কিনা সেটি নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেন নি এই বোর্ড পরিচালক।
শেখ হাসিনার সরকারের বিদায়ের পর সরকার দলীয় সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে। রাজধানীর একটি থানায় সাকিবের বিরুদ্ধে হ. ত্যা মামলা দায়ের হয়। এরপর একজন আইনজীবি বিসিবিকে নোটিশও দেন সাকিবে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে।
সাকিবকে নিয়ে করা প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত আমরা সেটুকুই জানি। সেটুকুর মধ্যে থাকতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০