স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। দলে সাকিব আল হাসানের মতো বিশ্ব তারকা থাকলেও, তিনি অধিনায়ক হতে চান না।
সাকিবকে এবারের আসরের আগে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় বসুন্ধরা গ্রুপের মালিকাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এরপর এই বাঁহাতি অলরাউন্ডারকে ঘিরেই পুরো দল সাজানো হয়। স্বাভাবিকভাবেই সাকিবের হাতে নেতৃত্ব তুলে দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
তবে সাকিব নিজে থেকেই নেতৃত্ব নিতে চাননি। এই অধিনায়কত্ব বাড়তি চাপ মনে হয়েছে সাকিবের কাছে। চাপমুক্ত থাকতে দলকে জানিয়েছেন নেতৃত্ব দেবেন না তিনি। এতেই তারকাবহুল দলটির নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয় সোহানের হাতে। এবারই প্রথম নয়। গেল আসরেও রংপুর দলের হয়ে অধিনায়কত্ব করেছেন সোহান।
অধিনায়ক প্রসঙ্গে রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। সাকিবই আমাদের বলেছে যে ও অধিনায়কত্বের চাপ নিতে চায় না। আমরা ঘোষণা করছি নুরুল হাসান সোহান আমাদের অধিনায়ক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post