স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও উইন্ডিজ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গায়ানায় মুখোমুখি হবে দুই দল। তবে এই ম্যাচে উঁকি দিচ্ছে বৃষ্টির শঙ্কা। ম্যাচে বৃষ্টির দেখা মিলবে বলে আভাস মিলছে। গেল কদিন ধরেই সেখানে বৃষ্টি হচ্ছে।
আর এতে করে উইকেট ধীর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে স্পিনাররা সুবিধা পাবেন বেশি। বাংলাদেশ দলে আছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসানের মতো স্পিনাররা। তাই সেদিক থেকে সুবিধা যাছে টাইগার শিবিরে।
এছাড়া গায়ানার মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইকোনোমি রেটে এগিয়ে আছেন স্পিনাররাই। পেসারদের ইকোনোমি রেট যেখানে ৭.৪০, স্পিনারদের ইকোনোমি রেট সেখানে ৬.৪৩। অবশ্য উইকেটের ব্যবধানে এগিয়ে আছেন পেসাররা। ৫৩টি উইকেট নিয়েছেন এখানে পেসাররা। আর স্পিনাররা নিয়েছেন ২৮ উইকেট।
তবে বাংলাদেশ স্পিনারদের নিয়ে খুব একটা ভাবনা নেই উইন্ডিজের। দলের অধিনায়ক নিকোলাস পুরান আস্থা রাখছেন নিজ দলের ব্যাটারদের ওপর। তিনি মনে করেন ব্যাটাররা জ্বলে ওঠলে ম্যাচে ফল তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন তারা।
পুরান বলেন, ‘বাংলাদেশের মানসম্পন্ন স্পিনার রয়েছে, তবে তাদের নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের ভালো ব্যাটার আছে, যাদের দক্ষতা রয়েছে। নির্দিষ্ট দিনে তারা দলের জন্য ফল নিয়ে আসতে পারবে। এটা নিয়ে ভাবতে চাই না। আমাদের দলের ব্যাটারদের নিয়ে খুশি আমি। কেউ ভুল করতেই পারে, তবে তাদেরকে সমর্থন দেওয়াটা গুরুত্বপূর্ণ। একটা ম্যাচের কারণে আত্মবিশ্বাস ভেঙে যাক, এটি চাই না আমরা। আশা করি সবকিছুই ঠিক থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা