সাকিব ফর্মে ফিরলেও জয়ের দেখা পায়নি মন্ট্রিয়ল

0
71

স্পোর্টস ডেস্কঃ আগের ম্যাচে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচ শেরফানে রাদারফোর্ডের ব্যাটে জিতেছিল মন্ট্রিয়ল টাইগার্স। এবার সাকিব ফর্মে ফিরলেও জয়ের দেখা পায়নি তাঁর দল। কানাডার গ্লোবাল লিগে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেয়েছে ক্রিস লিনের দল। গতরাতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ১৫ রানে হেরেছে মন্ট্রিয়ল।

ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪৩ রান সংগ্রহ করে ব্রাম্পটন। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোমের ৪০ বলে ৭ চার ও ১ ছক্কায় সাজানো ৫৬ রানের ইনিংসের সুবাদে লড়াইয়ের পুঁজি পায় দলটি। এছাড়া ওপেনার উসমান খান ২১ বলে করেন ৬ চারে ৩৩ রান।

বল হাতে বেশ মিতব্যায়ী বোলিং করেছেন মন্ট্রিয়লের সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন আয়ান খান। এছাড়া ৩.৫ ওভার বল করে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন কার্লোস ব্রাথওয়েটও।

ছোট লক্ষ্যে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন মন্ট্রিয়লের ওপেনাররা। ৩২ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফিরলে দলের হাক ধরেন সাকিব-দিলপ্রিত সিং। দুইজনের ব্যাটে জয়ের পথেই এগোচ্ছিল দল। কিন্তু ২১ বলে ২৮ রান করে সাকিব সাজঘরে ফিরলে আবারও পথ হারায় মন্ট্রিয়ল। ৪ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান সাকিব।

শেষদিকে দিপেন্দ্র সিং আইরি চেষ্টা করেছেন কিন্তু সেটা কেবলই জয়ের ব্যবধান কমিয়েছে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকেও এসেছে ২৮ রান। ১৯ ওভার ১ বলে ১২৮ রানে থামে মন্ট্রিয়লের ইনিংস। ব্রাম্পটনের হয়ে ৩ উইকেট নিয়েছেন লগান ভান বিক। ২টি করে উইকেট নিয়েছেন শহীদ আহমেদজাই ও গ্রান্ডহোম। ব্যাটে বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গ্রান্ডহোম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here