‘সাকিব মানসম্পন্ন একজন ক্রিকেটার, তাঁর অভিজ্ঞতাও দারুণ’

0
24

স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ৬ উইকেটের বড় জয় পায় সাকিব আল হাসানের দল। বলে-ব্যাটে উজ্জ্বল মিরাজ জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। ফিফটি দেখা পান নাজমুল হোসেন শান্তও। এই ম্যাচে দারুণ বোলিং ও অধিনায়কত্ব দেখিয়েছেন সাকিব। যার কারণে দেশি-বিদেশীদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অধিনায়ক সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, কঠিন পরিস্থিতিতে দলকে পথ দেখান সাকিব। রমিজ বলেন, ‘সাকিব মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে।’

সাকিবের অধিনায়কত্বে প্রশংসায় রমিজ বলেন, ‘সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে। দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে। আর এতে ডাগআউটে আপনি কিছু বললে, সেটাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। খুবই ভালো পারফরম্যান্স।’

এদিকে আফগানদের বিপক্ষে দলের খেলায় বেজায় খুশি টাইগার অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘যেভাবে এ ম্যাচটা আমরা খেলেছি, আমি খুব খুশি। আমাদের বিশ্বাস ছিল, উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারব। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না। কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি, আমি খুশি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here