স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে বাংলাদেশ দলের সময়টা ভালো যাচ্ছে না। জয় দিয়ে শুরুর পর টানা ছয় ম্যাচে হার। সবার আগে বিদায়ের পথ ধরে সাকিব আল হাসানের দল। বাজে সময় পার করা টাইগারদের জন্য সমর্থন ও ভালোবাসা চেয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তারা হেরেছে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। টানা ছয় ম্যাচ হেরে সবার আগেই বিদায় নিশ্চিত করেছে টাইগাররা। এই দলটার সঙ্গে বিশ্বকাপে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সরে যান তামিম। তবে বৈশ্বিক আসরে হারের বৃত্তে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তিনি।
শুক্রবার ‘প্রথম আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তামিম বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল (আবেগী) যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি।’
ক্রিকেটারদের পরিবারের ওপর দিয়ে নানা ঝড় যাচ্ছে এমন পারফর্মম্যান্সের পর। এ কারণে তামিম জানালেন দিনশেষে তারাও মানুষ, ‘একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।’
বাংলাদেশ দলের ক্রিকেটারদের পর এবার দোয়া চাইলেন তামিমও। বলেন, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত। জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্যে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০