সাকিব-মেহেদির প্রশংসায় বাংলাদেশ অধিনায়ক

0
99

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক অভিষেকে উজ্জ্বল বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। শুক্রবার কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। আর অভিষেকে দারুণ দ্যুতি ছড়িয়েছেন ডানহাতি এই বোলার।

এশিয়া কাপে সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ২৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নামা ভারত তোপের মুখে পড়ে সাকিবের। ডানহাতি এই পেসার প্রথম ওভারেই ফেরান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। কাভারে এনামুল হকের হাতে ক্যাচ দেন তিনি।

সাকিব এরপর ফেরান তিলক বর্মাকেও। অভিষেকের প্রথম ২ ওভারে ২ উইকেটের দেখা পান এই পেসার। রোহিতের পর ফেরান তিলককে। ভারত পড়ে চাপে। আর শেষ পর্যন্ত এই চাপ আর জয় করতে পারেনি প্রতিযোগিতার অন্যতম সফল দলটি। ইনিংসের শেষ ওভারেও দারুণ বোলিং করেন সাকিব।

অভিষেক ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে ৭ বার বোলিং করতে আসার ডাক পান পেসার সাকিব। ম্যাচে ৭ ওভার ৫ বলে ৩২ রানের খরচায় এই পেসার তুলে নিয়েছেন ২ উইকেট। শেষ ওভারে বাংলাদেশ দলের জয় নিশ্চিত হয় সাকিবের বলেই। এদিকে একাদশে ফেরা শেখ মেহেদিও দারুণ বল করেছেন।

আগে ব্যাট করে দলের সংগ্রহ বাড়াতেও অবদান রাখেন মেহেদি-সাকিব। দুজন মিলে বাংলাদেশের সংগ্রহ ২৬৫ পর্যন্ত নিয়ে যান। মেহেদি ২৯ ও সাকিব অপরাজিত থাকেন ১৪ রানে। এরপর বল হাতে মেহেদি ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি ডেথ ওভারে হাত ঘোরানোর কঠিন কাজ করেছেন। অধিনায়ক সাকিব প্রশংসা করেছেন মেহেদি ও সাকিবের।

সাকিব প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে নতুন বলে বোলিং করেছে এবং দুটি উইকেট নিয়েছে, সেকারণে সাকিবকেও কৃতিত্ব দিতে হবে। সে আমাদেরকে (জেতার) বিশ্বাস দিয়েছে যা আমাদের দরকার ছিল। ওই অবস্থান থেকে আমরা খুব ভালো ফিল্ডিংও করেছি। তো আজ অনেক ইতিবাচক দিক ছিল আমাদের।’

এদিকে মেহেদির বল নিয়ে সাকিবের বক্তব্য ছিল, ‘যখন সে বল করছিল, তখন বল করার জন্য সময়টা ছিল কঠিন। সে আক্রমণে গিয়ে আমাদের ব্রেক-থ্রু দেয়। আমরা সাধারণত অফ স্পিনারের মাধ্যমে ডানহাতি ব্যাটারের উইকেট পাই না। কিন্তু সে আমাদের উইকেট এনে দেয় যা সত্যিই চিত্তাকর্ষক ছিল। শেষদিকে সে একটানা ৫ ওভার (মূলত ৪ ওভার) করে যা সহজ ছিল না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here