সাকিব-লিটনকে শুরু থেকে পাচ্ছে না কলকাতা

0
109

স্পোর্টস ডেস্কঃ দিন দুয়েক পরই পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ভারতজুড়ে উচ্ছ্বাসের মাত্রা স্বাভাবিকভাবেই বাড়তি। তবে কাঁটাতারের বেড়া ছাপিয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও এর বেশ আঁচ পাওয়া যাচ্ছে।

এর পেছনে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তিন জনই খেলবেন এবারের আইপিএলে। এর মধ্যে সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

দেশের এই তিন তারকার কারণে আইপিএল নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। বিশেষ করে সাকিব ও লিটনকে আলোচনাটা বেশি। আইপিএলের শুরু থেকেই এনওসি পাচ্ছেন মুস্তাফিজ। কিন্তু সাকিব-লিটনকে আইপিএলের শুরু থেকে পাওয়া নিয়ে শঙ্কা।

কেননা ১ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যাত্রা। আর ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। যার ফলে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসের খেলার সম্ভাবনা ছিল না শুরু থেকে। এরপর মে মাসে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও আছে। তাই তাদেরকে আবারও ফিরতে হতো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও দিয়েছেন কঠোর বার্তা। জাতীয় দলের খেলা শেষে আগের নির্ধারিত সময়টাতেই ছাড়পত্র পাবেন তারা শুধুমাত্র। দেশের খেলা চলাকালীন সময় ছাড়া হবে না। একই বার্তা ছিল চন্ডিকা হাথুরুসিংহেরও।

যদিও সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা, খালেদ মাহমুদ সুজনদের মতে ছাড়া উচিৎ, যেহেতু আয়ারল্যান্ডের সাথে খেলা। তুলনামূল দুর্বল দল, আর এখানে নেই পয়েন্টের কোনো হিসেব-নিকেশও। এছাড়া অনেক সাবেক ক্রিকেটার, বিশ্লেষক সমর্থকদের একাংশেরও একই মত।

এসবের মধ্যেই মঙ্গলবার রাতে জোর গুঞ্জন উঠে ক্রিকেট পাড়ায় শেষ মূহুর্তে সিদ্ধান্তে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। শুরু থেকেই নাকি আইপিএল খেলার জন্য ছাড়া হচ্ছে সাকিব ও লিটনকে। এখন শুধু বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

এর জন্য বেশ কিছু কারণ বিবেচনায় আসছে। এর মধ্যে একটি আয়ারল্যান্ডের সাথে খেলা আর সাম্প্রতিক ফর্ম বাংলাদেশের। আর সাকিব আল হাসান বোর্ডকে চাপ দিচ্ছেন খেলার জন্য। তিনি নাকি বোঝানোর চেষ্টা করছেন, ক্যারিয়ারে এটাই শেষ আইপিএল হতে যাচ্ছে। কেননা ভবিষ্যতে হয়তো এমন সুযোগ নাও আসতে পারে।  সাকিবের এই যুক্তি নিয়ে আলোচনা চলছে বিসিবিতে।

এছাড়া এটিও বিবেচনা করছে, সাকিবকে সুযোগ দেওয়া হলে, লিটনকে না দেওয়া হলে দুই নীতি হয়ে যাবে। তৈরি হবে বিভাজন। সব কিছু বিবেচনায় নিয়ে নাকি সাকিব-লিটনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি।

তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দেশীয় এক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিজেদের অবস্থান থেকে সরছেন না তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে ছাড়া হচ্ছে না তাদের।

জালাল ইউনুস বলেন, ‘সাকিবের ব্যাপারে যা শোনা যাচ্ছে, সোজা কথা এটা পুরোপুরি গুজব। তাদের (সাকিব-লিটন) ব্যাপারে বোর্ডের অবস্থানের কোনো পরিবর্তন নেই। এটা পরিষ্কার যে, তাদেরকে এনওসি দেয়া হয়নি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দেয়াও হবে না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here