স্পোর্টস ডেস্ক:: অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটে পাকিস্তানকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দ্রুত দুই ওপেনারকে হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে সাকিব ও লিটনের ব্যাটে। দু’জনের জোড়া হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। দলীয় ৭ রানের মাথায় ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ৪ রানে সৌম্যকে সাজঘরে পাঠিয়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ।
দলীয় অর্ধশতকের আগেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ দল। ৪১ রানের মাথায় ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১২ রানে শান্তকে প্যাভেলিয়নে ফেরত পাঠান মোহাম্মদ ওয়াসিম। ১৫ বলে ২ চারের পর উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
এরপরই তৃতীয় উইকেটে সাকিব ও লিটন ৫৫ বলে ৮৫ রানের ঝলমলে জুটি গড়েন। তাতেই বাংলাদেশ পায় বড় সংগ্রহ। দলীয় ১২৯ রানে, ইনিংসের ১৫তম ওভারের পঞ্চম বলে লিটনের বিদায়ে ভাঙে তাদের জুটি। নিয়মিত এই পারফর্মার ছয় চার ও দুই ছয়ে মাত্র ৪২ বলে ৬৯ রানের নান্দনিক এক ইনিংস খেলেন।
লিটন ফিরে গেলেও অবিচল থাকেন সাকিব আল হাসান। ১৯তম ওভারের চতুর্থ বলে তিনি সাজঘরে ফেরার আগে সাত চার ও তিন ছক্কায় ৪২ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। দলীয় ১৬৭৪ রানে সাজঘরে ফিরেন তিনি। ১০ বলে ১১ রান করেন আফিফ। ১ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। ২ রানে সোহান ও ১ রানে সাইফুদ্দিন অপরাজিত থাকেন। বাংলাদেশ ছয় উইকেটে ১৭৩ রানে থামে।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০