নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ। টানা হারের বৃত্তে থাকা টাইগাররা আজ শ্রীলঙ্কাকে হারিয়েছে। দিল্লিতে আগে ব্যাট করে ২৭৯ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের ব্যাটে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় শুরুতেই ফিরে যান তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভারেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ১৭ রানে। ৫ বলে ২ চারে ৯ রান করেন তিনি। দিলশান মাদুশঙ্কার বলে নিশাঙ্কার হাতে ক্যাচ তুলে বিদায় নেন তানজিদ। মাদুশঙ্কার দুর্দান্ত আরেক ডেলিভারিতে আউট হয়ে ফেরেন লিটন দাস।
ভালো খেলতে থাকা লিটনের বিদায়ে ৪১ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। লেগ বিফোর হওয়ার আগে লিটনের ব্যাট থেকে আসে ২৩ রান। ২২ বলে দুটি করে চার ও ছক্কায় এ রান করেন লিটন। এরপর সাকিবের সঙ্গে ১৬৯ রানের জুটি গড়েন শান্ত। ব্যক্তিগত ৭ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে ক্যাচ তুলেছিলেন সাকিব। সেটি ফেলে দেন চারিত আসালাঙ্কা।
এরপর সেই ম্যাথিউসের বলেই তোলা ক্যাচ দারুনভাবে লুফে নেন আসালাঙ্কা। তাতে ফিরে যান সাকিব। ৬৫ বলে ৮২ রানের ইনিংসে ১২টি চার ও দুটি ছক্কা হাঁকান সাকিব। অবশ্য শান্তর সঙ্গে তাঁর ১৬৯ রানের বিশাল জুটিই বাংলাদেশকে জয়ের ভিত রচনা করে দেয়। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ২১০ রানে।
এর ১ রান পরেই অধিনায়কের পথ অনুসরণ করেন শান্ত। তাকেও ফেরান ম্যাথিউস, বোল্ড করে। ১২ চারে ১০১ বলে ৯০ রান করে সাজঘরে ফেরেন শান্ত। এরপর রিয়াদের ২২, মুশফিকের ১০ ও হৃদয়ের অপরাজিত ১৫ রানে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। মাদুশঙ্কা ৩টি এবং ম্যাথিউস ও থিকশানা ২টি করে উইকেট নেন।
এর আগে ৩ বল বাকি থাকতেই ২৭৯ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। আসালাঙ্কার দারুণ সেঞ্চুরি, পাথুম ও সাদিরার ৪১ রানের সুবাদে লড়াকু পুঁজি পায় লঙ্কানরা। ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে আসালাঙ্কা বড় সংগ্রহের দিকে এগিয়ে দেন দলকে। এক পাশ আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি।
আসালাঙ্কা ১০৫ বলে ১০৮ রান করেন। এই ইনিংসের পথে ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। বিশ্বকাপ অভিষেকে তানজিম সাকিব শিকার করেন ৩ উইকেট। সাকিব ও শরিফুল নেন ২টি করে উইকেট। মিরাজ একটি উইকেট পান। বলে-ব্যাটে দারুণ পারফর্ম করা বাংলাদেশ অধিনায়ক সাকিব হয়েছেন ম্যাচ সেরা।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে বাংলাদেশ উঠে এসেছে সাত নম্বরে। সমান ৪ পয়েন্ট হলেও রান রেট বেড়ে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার উপরে উঠে গেছে টাইগাররা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার অবস্থান আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দুদলকেই আটের মধ্যে থাকতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post