নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে রান পাহাড় বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আগে ব্যাট করে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ স্কোর দাঁড় করাল টাইগাররা। আইরিশদের বিপক্ষে ৩৩৮ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি মিসের দিনে ঝড়ো ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল (৩)। আরেক ওপেনার লিটন দাস উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। দারুণ তিনটি শটও দেখা যায় তার ব্যাটে। তবে ব্যক্তিগত ২৬ রানে কার্টিস ক্যাম্ফারের বল বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফিরেন।
তিনে নামা নাজমুল হোসেন শান্তও আজ বড় স্কোর গড়তে পারেননি। ৩৪ বলে ২৫ রান করে অ্যান্ড্রু ম্যাকব্রেইনের বলে বোল্ড হয়ে যান। ৮১ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন সাকিব এবং অভিষিক্ত হৃদয়। দুজন গড়েন শতরানের জুটি। দলীয় ২১৬ রানে সাকিবের বিদায়ে ভাঙে এই জুটি।
দারুণ ব্যাট করে সেঞ্চুরির পথে ছিলেন সাকিব। সবাই যখন এই বাঁহাতির সেঞ্চুরির অপেক্ষা করছে, ঠিক তখনই ছন্দপতন। গ্রাহাম হিউমের করা অফস্টাম্পের অনেক বাইরের বলকে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মারতে গিয়ে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাকিব। তার ৮৯ বলে ৯৩ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। তাঁর বিদায়ে হৃদয়ের সাথে ১২৫ বলে ১৩৫ রানের চতুর্থ উইকেট জুটিও বিদায় হয়।
ছয়ে নামা মুশফিক শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ২৬ বলে ৩ চার ৩ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে গ্রাহাম হিউমের বলে থামেন তিনি। একই ওভারে পঞ্চম বলে হিউম বোল্ড করেন সেঞ্চুরির অপেক্ষায় থাকা হৃদয়কে। ৮৫ বলে ৮ চার ২ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে ফিরেন অভিষিক্ত এই তরুণ।
শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৩৮ রান তোলে বাংলাদেশ। ওয়ানডেতে এই টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান করেছিল বাংলাদেশ। রান তাড়ায় জিততে হলে নিজেদের রেকর্ড ভাঙতে হবে আয়ারল্যান্ডকে। এর আগে ২০২০ সালে সর্বোচ্চ ৩২৯ রানের লক্ষ্যে ব্যাট করে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিল তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post