নিজস্ব প্রতিবেদকঃ সিলেট ওয়ানডে সিরিজ শেষ করে ফেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ টাইগারদের। এবার স্বাগতিকরা চট্টগ্রামে উড়াল দিয়েছে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ এখানেই হবে।
সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আগামী ২৭ মার্চ, প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগে স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য টিকিট প্রাপ্তির স্থান ও এর মূল্য জানিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামে দুটি বুথ থেকে টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা। এছাড়াও অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি।
সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় পাওয়া যাবে প্রতি ম্যাচের টিকিট। মাঠের ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। উল্টো পাশের ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মিলবে ৩০০ টাকায়। এছাড়া ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। ১ হাজার টাকায় মিলবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট। এছাড়া ১৫০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটির টিকিট।
সরাসরি টিকিট কিনতে হলে লাইনে দাঁড়াতে হবে সমর্থকদের। বিটাক চত্ত্বরের কাছে সাগরিকায় ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার এই দুটি জায়গা থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন দর্শকরা। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট বিক্রি হবে। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
শুধুমাত্র সরাসরি নয়, অনলাইনে যেকোনো জায়গা থেকে টিকিট কেনা যাবে। ২৫ মার্চ দুপুর ২টা থেকে ২৬ মার্চ দুপুর ২টা পর্যন্ত প্রথম ম্যাচের টিকিট বিক্রি চলবে অনলাইনে। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট ‘টাইগারক্রিকেটডটকমবিডি’তে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয় পত্রের নম্বর ও সচল থাকা মোবাইল নম্বর প্রয়োজন।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, সেই একাউন্ট থেকে একজন সর্বোচ্চ ২টি টিকিট কেনার সুযোগ পাবেন। অনলাইনে কেনা টিকিট সশরীরে এসে নির্ধারিত টিকিট বুথ থেকে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্রের প্রমাণ দেখিয়ে নিতে হবে। টি-টোয়েন্টি সিরিজের অনলাইনে কেনা টিকিটগুলো নিতে হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে কেনা টিকিটগুলো নির্ধারিত বুথে মিলবে।
ঠিক একইভাবে অফলাইন ও অনলাইনে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকিটও মিলবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন। আগামী ২৯ মার্চ দ্বিতীয় আর ৩১ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post