স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় ব্যবধানে জয় পেয়েছে সাইফ স্পোটিং ক্লাব। উত্তর বারিধারাকে ক্লাবটি উড়িয়ে দিয়েছে ৭-০ গোলের বড় ব্যবধানে। মঙ্গলবার প্রিমিয়ার লিগের ২১তম রাউন্ডে বারিধারা পাত্তাই পায়নি সাইফের কাছে।
এক তরফা ম্যাচে সাইফ স্পোটিং ক্লাব রীতিমতো ছেলেখেলা করেছে বারিধারাকে নিয়ে। ম্যাচের ১৫তম মিনিটেই এমফোনের গোলে লিড নেয় সাইফ। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান অপি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্লাবটি।
পিছিয়ে পড়া উত্তর বারিধারা দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো আরো পাঁচ গোল হজম করে। ম্যাচের ৬৩তম মিনিটে অপি জোড়া গোল পূর্ন করেন। সাইফ স্পোটিং ক্লাব তখন এগিয়ে যায় ৩-০ গোলের ব্যবধানে।
ম্যাচের ৬৭তম মিনিটে গফুরব ব্যবধান ৪-০ করেন। এর মিনিট দশেক পরেরই তিনি ব্যবধান আরো বাড়ান। ৫-০ গোলে তখন এগিয়ে যায় সাইফ। ম্যাচের ৭১তম মিনিটে রহিমের গোলে সাইফ তিন জোড়া গোল পূর্ণ করে ফেলে। অতিরিক্ত সময়ে বারিধারার কফিনে শেষ পেরেক ঠুকে দেন আবিদ আহমেদ। ৭-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় বারিধারাকে। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সাইফ স্পোটিং ক্লাব। সমান ম্যাচে ১৪ পয়েন্টে বারিধারা আছে ১১তম স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০