সাত গোলের ম্যাচে ম্যানইউকে হারিয়ে দিলো হ্যারি কেইনদের বায়ার্ন

0
943

স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা সুখকর হলো না এরিক টেন হাগের দলের। রোমাঞ্চকর লড়াই শেষে গ্রুপ ‘এ’তে সাত গোলের ম্যাচে বায়ার্ন মিউনিখ ৪-৩ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি হয়ে উঠে দারুণ উপভোগ্য। চার গোল হজম করা ম্যানচেস্টার ইউনাইটেড তিন গোল শোধ দিয়েছে। তবে হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।

ম্যাচের শুরু থেকেই দল সমানে সমান লড়াই করতে থাকে। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় আধঘন্টার মতো। ২৮তম মিনিটে লিয়র সানের গোলে বায়ার্ন মিউনিখ এগিয়ে যায় ১-০ গোলে। মিনিট চারেকের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেন সার্জ গেনব্রি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন।

পিছিয়ে পড়া ম্যানইউ বিরতির পরপরই ব্যবধান কমায়। ৪৯তম মিনিটে রাসমাস হজলুন্ড ব্যবধান ২-১ করেন। মিনিট পাঁচেকের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ। ৫৩তম মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে ব্যবধান করে ফেলেন ৩-১। ম্যাচের অন্তিম সময়ে কাসেমিরো ব্যবধান কমান। ৮৮তম মিনিটে এই তারকার গোলে ম্যানইউ ৩-২ ব্যবধান করে ফেলে।

দ্বিতীয়ার্ধে বদলী নামা ম্যাথিস টেল আবারো বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে তার গোলে বায়ার্ন এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। ম্যাচের শেষ মুহূর্তে কাসেমিরো জোড়া গোল পূর্ণ করে ম্যানইউর হারের ব্যবধান কমান। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তার গোলে ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ৪-৩। শেষ পর্যন্ত তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয় এরিক টেন হাগের দলকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here