Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট সাত মাসেই ভারতীয় দলে সাত অধিনায়ক

সাত মাসেই ভারতীয় দলে সাত অধিনায়ক

0

স্পোর্টস ডেস্ক:: অধিনায়ক বদল নিয়ে রীতিমতো খেলায় মেতেছে ভারতীয় দল। ক্রিকেট বিশ্বের প্রভাবশালী এই দলটি গত সাত মাসে সাতজন অধিনায়ক বদল করেছে। সবশেষ অধিনায়কের তালিনায় এসেছেন শিখর ধাওয়ান। রবি শাস্ত্রীর বিদায়ের পর কোচ রাহুল দ্রাবিড়র দায়িত্ব নেওয়ার পর থেকেই অধিনায়কেরা আসছেন আর যাচ্ছেন।

রোহিত শর্মা করোনাক্রান্ত হওয়ায় সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে টেস্টে নেতৃত্ব দেন জাসপ্রিত বুমরাহ। বিশ্ব ‘রেকর্ড’ গড়ে ম্যাচটি জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টন টেস্ট শেষ হতে না হতেই ভারতীয় বোর্ড বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে।

১৬ সদস্যের ওয়ানডে দলে অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে। লুকেশ রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ এবং ধাওয়ান। গত সাত মাসে সাতজনকে অধিনায়কের দায়িত্ব দিতে হয়েছে ভারতীয় দলের টিম ম্যানেজম্যান্টকে। অধিনায়ক নির্বাচ নিয়ে বেশ অস্বস্তিতে আছে বিসিসিআই।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য শিখর ধাওয়ানকে অধিনায়ক করে বুধবার দল ঘোষনা করেছে বিসিসিআই। বিরাট কোহলির সঙ্গে বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াসহ অনেকেই। ১৬ সদস্যের দলে ধাওয়ানের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত শুধু বিরাট কোহলিকে বিশ্রামই দেয়নি, সিনিয়র ক্রিকেটারদেরও বিশ্রাম রেখে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন শুভমান গিল। হার্দিক পান্ডিয়া, ঋশভ পন্থকেও বিশ্রাম রাখা হয়েছে এই সিরিজে।

আগামি ২২ জুলাই থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে এক দিনের সিরিজ শুরু হবে ভারতের। দ্বিতীয় ম্যাচটি অনুষ্টিত হবে ২৪ জুলাই। ২৭ জুলাই হবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই হবে পোর্ট অব স্পেনে। মাত্রই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা ফেলা তরুণ পেসার উমরান মালিক অবশ্য সুযোগ পাননি এই সিরিজের দলে। চমক দেখিয়েই দলে ফিরেছেন শুভমান গিল। বিশ্রামে গেছেন একাধিক তারকা।

ভারতীয় দল:: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কৃষাণ, রুতুরাজ গায়কোয়াড, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়ার্স আয়ার, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও অর্শদ্বীপ সিংহ।

বিভিন্ন জনকে নিয়ে চেস্টা করা হচ্ছে জানিয়ে কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘আমরা ভাল করার চেষ্টা করছি। আমরা বিভিন্নজনকে নিয়ে চেষ্টা করেছি গত আট মাস থেকে। টেস্ট ক্রিকেটের দিক থেকে দেখলে দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য একটু হতাশার ছিল। সাদা বলের ক্রিকেটে কিন্তুু আমাদের ফল ভালই হচ্ছে। দলের চরিত্র ফুটে উঠেছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version