নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন বিশ্ব সেরা অলরাউন্ডার। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামার আগে সাত হাজার রানের মাইলফলকের জন্য সাকিবের প্রয়োজন ছিল ২৪ রান। ২০তম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান তিনি।
সাত হাজার রানের মাইলফলকে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর আগে পৌঁছেছেন তামিম ইকবাল। ২৩৩ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৬ রান। সাকিব ২২৮টি ওয়ানডে খেলে সেঞ্চুরি করেছেন নয়টি, ফিফটি ৫২টি।
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৩০০ ওয়ানডে উইকেট পেয়েছিলেন সাকিব। ৭ হাজার রান ও ৩০০ উইকেট; এরআগে ওয়ানডেতে এমন ‘ডাবল ছিল আর দুজনের। শ্রীলঙ্কান কিংবদন্তি অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া (৩৯৭ ম্যাচ) ও পাকিস্তানের শহীদ আফ্রিদির (৩৪১ ম্যাচ)। এই রেকর্ড সাকিব ছুঁলেন স্রেফ ২২৮ ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০